Problem in Dhaka's road
পুরা রাস্তা খালি। দুটা বাস একটা টেম্পো মিলে রাস্তা ব্লক করে রেখেছে যাতে শান্তি পূর্ণ ভাবে যাত্রী উঠানো যায়।
এটা চাঁদনীচকের উল্টো পাশ।
গত ১৫/২০ বছর যাবত এভাবেই রাস্তা আটকিয়ে যাত্রী তোলার কারণে আমাদের অনেক অমূল্য সময় নষ্ট হয়,
গাড়ির জ্বালানি নষ্ট হয়। যা প্রকারান্তরে দেশের ক্ষতি।
এই গ্রুপে অনেক পুলিশ সদস্য আছেন। তাদের কাছে জানতে চাই ঢাকার কোন কোন স্পটে এরকম হয় আপনারা খুব ভাল করেই জানেন।
বাইকারদের কাগজপত্র চেক করার চেয়ে এগুলো চেক করে রাস্তা গতিশীল রাখা কি বেশী গূরুত্বপূর্ণ না?? এইসব বাস চালকরা কি আপনাদের চেয়ে বেশী ক্ষমতাবান??
উত্তরের অপেক্ষায় থাকলাম।
police shudu takar neyar danday thake
ho vai
This post has received a 0.12 % upvote from @speedvoter thanks to: @eftikhan.
This post has received a 0.24 % upvote from @drotto thanks to: @eftikhan.
You got a 1.50% upvote from @postpromoter courtesy of @eftikhan!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!