তুমি আমার

in #poimlast year

তুমি আমার
---------------
কলমে:টিপু মো: শহীদুল ইসলাম
তুমি আমার
অস্তচলে নীলাক্ষি
সন্ধ্যা সাজের দিশা
তুমি আমার ভোরের আকাশে
শুক তারা
তুমি দেবে সুখের আলোবর্তিকা
তূমি আমার অন্ধকার আকাশে
চাঁদের রূপালী বর্ণচ্ছটা
দাও তুমি কমায় সকল আশা
তুমি আমার
ফাগুনের আকাশে আমাকে
দেখাও বিপ্লবী কন্ঠস্বর
তুমি আমার
মনের আকাশে নীল ধ্রব তারা
দিবা কমায় দিশা
তুমি আমার
মনের গহীনে আছ তুমি
যেমন আছে নদীরও ঝর্না

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 104901.64
ETH 3329.53
SBD 4.90