কবিতা

in #poimlast year

কবিতা
কলম: টিপু মো:শহীদুল ইসলাম
আমার ইচ্ছা তোমাকে
নিয়ে কবিতা লিখতে,
কিন্তু পারি না
আমি যে কবি না
সুরের আকাশে তোমাকে
নিয়ে গান গাইতে
ইচ্ছা করে
কিন্তু আমি গায়ক না
তবে আমি প্রেমিক
তাই শুধু তোমাকে ভালবাসব।
তোমার নিকট আমি কৃতজ্ঞ
আমায় তুমি পৃথিবী চিনিয়েছ
নিজেকে নিয়ে বাচতে শিখেয়েছ,
অদ্ভুত এক মায়ার বাঁধনে
আমাকে জড়িয়েছ
যে মায়া শত ব্যস্ততার মাঝে দেয়
তোমাকে মনে করে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 102014.63
ETH 3267.45
SBD 4.03