শ্রান্ত পথিক

in #poietry7 years ago

image
হে শ্রান্ত পথিক
পথ খুঁজে দাও আমার
দিগন্তহীন আকাশের এক কোনে
নীলিমা হারিয়ে পশ্চিমে সূর্য
জ্যোতিহীন এক আক্ষেপ নিয়ে
নিজেকে নিজে গুটিয়ে নিয়েছে
মায়াহীন সে আকাশ আগলে রাখতে পারেনি
হে শ্রান্ত পথিক
তেপান্তর পাড়ি দিতে
জানো কি লাগে?
অবাক করা সাহস লাগে
লাগে শত আর্তনাদ সয্য করার শক্তি
লাগে মনের কোঠরে দৃঢ় উন্মাদ আসক্তি
ঘরহীন হতে,পথের ধারে শুকনো চৌচির মাঠে
কর্দমাক্ত পথে হাটার অন্তিম ইচ্ছা।
তবেই পাড়ি হয় তেপান্তর
পাড়ি হয় সাত সমুদ্দুর।
হে শ্রান্ত পথিক
কতদূর গেলে মিলে সুখ
কতদূর গেলে মিলে স্বাধীনতা
এজন্য চাই, মনোবল আর উদার মানসিকতা
চাই সিংহের ন্যায় সাহস, চায় ঈগলের তীক্ষ্ণ চোখ
চাই সুন্দর নাগরিক আর সুন্দর এক শাসক।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99341.76
ETH 3285.44
USDT 1.00
SBD 3.05