গত ২ বছর আগের বৈশাকি ফটোগ্রাফি
গত বছরও আমি খুলনাই ছিলাম আমার বন্ধুদের সাথে । আজ বন্ধুদের অনেক মিস করতেছি । আজ আমি একা পড়ে গেছি । কোন মজা পাইনা। তবে গত বছর খুলনাতে অনেক মজা করেছি। কিন্তু আজ কোন মজা নাই। তবে ঢাকাতে অনেক অনুস্তান হচ্ছে । বাইরে না গেলে মজা বোজা যাবে না। বাইরে এখন ও যাই নাই।
আজ বাসাই অনেক রান্না হইচে । খাওয়া দাওয়া করে নিলাম । এখন একটু রেস্ট নিচ্চি ।খুব ক্লান্ত লাগতেছে ।সবাই গুরতে বের হন
এবং অনেক মজা করুন।
আমার মত সবাই ঘরের ভিতর বসে থাকবেন না। তাহলে মজাটা হারাবেন ।আজ অনেকে অনেক মজাই মজাই দিন পার করতেছে। আর আমি বাসায় বসে মুভি নিয়া বাস্ত ।আমার মত কইজন মজা করতেচেন কমেন্ট করে জানাবেন । আজ অনেক খাওয়া দাওয়া করেছি এজন্য খুব খারাপ লাগতেছে। অনেক বেশি খাওয়া হইয়া গেছে । সবার সুস্ত কামনা করছি ।সবাই ভাল থাকবেন এবং অনেক মজা করবেন। সবাই কে অনেক ধন্যবাদ।
দারুন
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:
Please stop abusing bid bots.
@steemcleaners
This post has received a 39.09 % upvote from @booster thanks to: @smsulaiman.