বৈশাখী ফটোগ্রাফি
আজ অনেক বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ের মত নাই । একটু বাইরে গুরতে গেছিলাম কিন্তু বৃষ্টি কারনে জেতে পারলাম না। রাস্তাই অনেক পানি বেধে আসে। আর অনেক লোক এর কারনে বাইরে যাওয়া ঠিক হবে না।
বৈশাখী টা মাটি হইয়া গেল । কত মানুসের কত রকম প্লান ছিল কিন্তু সব শেষ ।অনেকএ ভাবছিল সারাদিন গুরব কিন্তু গুরার মত পরিবেশ আর নাই । আর ঢাকা তে অনেক অনুস্তান নষ্ট হইয়া গেছে সুধু এই বৃষ্টির কারনে । কিন্তু আমার নতুন পাঞ্জাবির কিছু ফটোগ্রাফ করেছিলাম । এই গুলো থ র মিস করা যাই না।
আমার বৈশাখী দিন শেষ হল কই একটা ফটোগ্রাফ এর মাধ্যমে। একটু মজা নিতে গেছিলাম বাইরে তাও নষ্ট হইয়া গেল। বৃষ্টির কারনে। অনেকএর মনে অনেক কষ্ট রইয়া গেল । কারন অনেক এ অনেক সাজু গুজু করেছে প্রিয় মানুসের জন্য ।কিন্তু দিনটি বেশি টাইম দিতে পারল না । আল্লাহ যা করে ভালর জন্যই করে । আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে আমকে কমেন্ট করে জানাবেন । সবাইকে অনেক ধন্নবাদ।সবাই ভাল থাকবেন।
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:
Really amazing selfie
This post has received a 16.13 % upvote from @booster thanks to: @smsulaiman.
i am not happy @booster
Resteemed your article. This article was resteemed because you are part of the New Steemians project. You can learn more about it here: https://steemit.com/introduceyourself/@gaman/new-steemians-project-launch