কবিতা :: " অপেক্ষা "

in #poetrygram2 years ago

❤️ অপেক্ষা 💙

তুমি আসবে বলে
আমাকে কথা দিয়েছিলে
এইতো সেদিন
দেখা হয়েছিল যেদিন।
দাড়াতে বললে
আমাকে মিলেনিয়াম পার্কে
পড়ন্ত বিকালে
প্রবেশদ্বারের সামনে।
আমি যেন আসি আগে
তুমি আসবে পরে
ঠিক সাড়ে চারটায়
থাকতে হবে অপেক্ষায়।

তোমারই কথায়
তোমারই প্রতিক্ষায়
অনেক্ষন দাড়িয়েছি
আর চেয়ে আছি
পথের দিকে
পথের বাঁকে বাঁকে
তুমি কখন আসবে ।

                       .......ধন্যবাদ........



   আরো বাংলা কবিতা পেতে আমাকে ফলো করুন 

❤️💖

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67