স্বরচিত কবিতাঃ শীতের দিনে হঠাৎ বৃষ্টি।
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি।তার সাথে কবিতা পড়তে অনেক বেশি পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরা কবিতা পোস্ট করে থাকেন তাদের লেখা কবিতাগুলো পড়ে আমি নিজেও অনেক উৎসাহিত পায়। যদিও তেমন একটা তাদের মতো কবিতা লিখতে পারি না তারপরেও চেষ্টা করি।আশা করি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
শীতের দিনে মৃদু হাওয়া,
শুভ্র মেঘে ঢাকা আকাশ সারা।
অচেনা এক অনুভূতি, ভেতরে শূন্যতা,
হঠাৎ আসল বৃষ্টি, যেন সুখের অপেক্ষা।
কিছুক্ষণ আগে ছিল নিস্তব্ধতা,
এখন মাটি গরম, বৃষ্টি পড়ছে অবিরত।
শীতের ঠাণ্ডায় শরীর তৃপ্ত,
বৃষ্টি মিশে যায় হৃদয়ের গভীরে, অনুভূতির শৈল্পিক।
প্রকৃতি যেন অশ্রু ফেলে মাটির কোলে,
জীবন ও প্রেমের অজানা গল্প বলে।
রাস্তায় ভিজে যাচ্ছে পা,
তবুও হৃদয় ভরে ওঠে এক মিষ্টি আশা।
বৃষ্টি থামবে, তবে না থামবে অনুভূতি,
শীতের দুপুরে যেন মনের এক অদ্ভুত রূপরেখা।
হঠাৎ বৃষ্টি যেন জীবনের এক মুহূর্ত,
যা সবকিছু ভুলিয়ে দেয়, দেয় এক নতুন সূর্যোদয়।
এই কবিতার মূলভাব হলো শীতের এক নিরব দুপুরে হঠাৎ বৃষ্টির আগমন, যা প্রকৃতির সঙ্গে মানুষের অনুভূতির একটি গভীর সম্পর্ক স্থাপন করে। বৃষ্টি যেন জীবনের অনিশ্চয়তা ও অপেক্ষার প্রতীক, যা শীতের ঠাণ্ডায় তৃপ্তি ও নতুন আশা নিয়ে আসে। কবিতাটি বৃষ্টির মধ্য দিয়ে প্রকৃতি এবং জীবনের একটি অদ্ভুত সুন্দর রূপ তুলে ধরে, যেখানে হারানো মুহূর্তগুলো নতুন সূর্যোদয়ের মতো আশার আলোকিত পথে পরিণত হয়।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |

একদিকে শীতের দিন। শীতের সিজনে একদম বের হতে ভালো লাগে না। সেই সাথে যদি বৃষ্টি হয় তাহলে বেহাল অবস্থা হয়ে যায়। এই অনুভূতি নিয়ে সুন্দর কবিতা লিখলেন পড়ে খুবই ভালো লাগলো।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
শীতের দিন বৃষ্টি আসলে আমার একেবারেই ভালো লাগে না। ২/৩ দিন আগে হালকা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। যাইহোক খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমাদের এখানেও দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছিল যার কারণে ভাবলাম কবিতাটি লিখি। আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি একেবারে ভিন্ন একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছেন। আমার কাছে কিন্তু আপনার পুরো কবিতাটা পড়তে অনেক বেশি ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে দারুন লাগে। প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল এই কবিতাটার। আশা করি সবসময় এরকম সুন্দর কবিতা আপনি শেয়ার করবেন।
আপনাদের কাছে ভালো লাগা মানেই আমার সার্থকতা। আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।