স্বরচিত কবিতাঃ শীতের দিনে হঠাৎ বৃষ্টি।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং: রোজ সোমবার।
বাংলায় ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি।তার সাথে কবিতা পড়তে অনেক বেশি পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরা কবিতা পোস্ট করে থাকেন তাদের লেখা কবিতাগুলো পড়ে আমি নিজেও অনেক উৎসাহিত পায়। যদিও তেমন একটা তাদের মতো কবিতা লিখতে পারি না তারপরেও চেষ্টা করি।আশা করি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

17403856230755983095572291414507.jpg

Source

শীতের দিনে হঠাৎ বৃষ্টি
লেখাঃ তানহা তানজিল তরসা

শীতের দিনে মৃদু হাওয়া,
শুভ্র মেঘে ঢাকা আকাশ সারা।
অচেনা এক অনুভূতি, ভেতরে শূন্যতা,
হঠাৎ আসল বৃষ্টি, যেন সুখের অপেক্ষা।

কিছুক্ষণ আগে ছিল নিস্তব্ধতা,
এখন মাটি গরম, বৃষ্টি পড়ছে অবিরত।
শীতের ঠাণ্ডায় শরীর তৃপ্ত,
বৃষ্টি মিশে যায় হৃদয়ের গভীরে, অনুভূতির শৈল্পিক।

প্রকৃতি যেন অশ্রু ফেলে মাটির কোলে,
জীবন ও প্রেমের অজানা গল্প বলে।
রাস্তায় ভিজে যাচ্ছে পা,
তবুও হৃদয় ভরে ওঠে এক মিষ্টি আশা।

বৃষ্টি থামবে, তবে না থামবে অনুভূতি,
শীতের দুপুরে যেন মনের এক অদ্ভুত রূপরেখা।
হঠাৎ বৃষ্টি যেন জীবনের এক মুহূর্ত,
যা সবকিছু ভুলিয়ে দেয়, দেয় এক নতুন সূর্যোদয়।

কবিতার মূলভাব

এই কবিতার মূলভাব হলো শীতের এক নিরব দুপুরে হঠাৎ বৃষ্টির আগমন, যা প্রকৃতির সঙ্গে মানুষের অনুভূতির একটি গভীর সম্পর্ক স্থাপন করে। বৃষ্টি যেন জীবনের অনিশ্চয়তা ও অপেক্ষার প্রতীক, যা শীতের ঠাণ্ডায় তৃপ্তি ও নতুন আশা নিয়ে আসে। কবিতাটি বৃষ্টির মধ্য দিয়ে প্রকৃতি এবং জীবনের একটি অদ্ভুত সুন্দর রূপ তুলে ধরে, যেখানে হারানো মুহূর্তগুলো নতুন সূর্যোদয়ের মতো আশার আলোকিত পথে পরিণত হয়।

পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo14VRtrFGNGuScBaPWHFR95FMmxtaAQvZLdKKbw85hHmvHKVuG8nshgvcyhSXjbnmrykQUbSLSKCvvZEFx.png

Sort:  
 2 months ago 

Screenshot_2025-02-24-17-30-39-616_com.android.chrome.jpg

Screenshot_2025-02-24-12-23-32-518_com.android.chrome.jpg

Screenshot_2025-02-24-12-22-39-618_com.android.chrome.jpg

Screenshot_2025-02-24-12-22-02-997_com.android.chrome.jpg

Screenshot_2025-02-24-12-11-17-467_com.twitter.android.jpg

 2 months ago 

একদিকে শীতের দিন। শীতের সিজনে একদম বের হতে ভালো লাগে না। সেই সাথে যদি বৃষ্টি হয় তাহলে বেহাল অবস্থা হয়ে যায়। এই অনুভূতি নিয়ে সুন্দর কবিতা লিখলেন পড়ে খুবই ভালো লাগলো।

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

শীতের দিন বৃষ্টি আসলে আমার একেবারেই ভালো লাগে না। ২/৩ দিন আগে হালকা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। যাইহোক খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমাদের এখানেও দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছিল যার কারণে ভাবলাম কবিতাটি লিখি। আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আজকে আপনি একেবারে ভিন্ন একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছেন। আমার কাছে কিন্তু আপনার পুরো কবিতাটা পড়তে অনেক বেশি ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে দারুন লাগে। প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল এই কবিতাটার। আশা করি সবসময় এরকম সুন্দর কবিতা আপনি শেয়ার করবেন।

 2 months ago 

আপনাদের কাছে ভালো লাগা মানেই আমার সার্থকতা। আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 84894.36
ETH 1642.23
USDT 1.00
SBD 0.76