আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৯ সেপ্টেম্বর ২০২৪
|
বালুর কণায় বাঁধা পথ চলো
অস্থির সময় নদীর প্রবাহ
তরী চলুক দূর গন্তব্য।
পথের রেখায় পরীক্ষা নানা
মেঘের আড়ালে স্বপ্নের ডানা
আলো-ছায়ায় লুকানো সুর
দুঃখে মেশানো সুখের নূর।
স্বপ্নের ডানায় উড়ছে প্রাণ
পদে পদে জীবনের গান
বিশ্বাসের পথে নির্ভীক মন
বালুতে আঁকা জীবন।
|
|-শুভ বিকেল ☘️☘️☘️|
|
তবু বলে কতো কথা
আকাশের মুখ ভার
ঘনাইছে অন্ধকার।
তুমি আমি মিলে সেথা
চলে কি চপলতা
তোমাতে আলিঙ্গন
বাহুবন্ধনে সঁপেছি মন।
তোমার স্পর্শে আজ
জাগাইলে এতো লাজ
পলে-পলে মরি প্রতিক্ষণ
ধন্য যে এ সাজ .... 🦚
|
|-শুভ বিকেল ☘️☘️☘️|
অসাধারণ ফটোগ্রাফি