আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৩ ডিসেম্বর ২০২৪
|
আঁধারেই যাপিত জীবন
আঁধারকে ভালবেসে মাখামাখি
কত-শত আয়োজন!
অদ্ভুত আঁধার এসেছে নেমে
মায়ায় ভরেছে জীবন
আঁধারের কারুকাজ শিল্পীত লাবন্য
চলে অবিরাম অবগাহন।
স্বপ্নের পথ আঁধারেও চলে
ছুটে অজানা আকর্ষণে
ভালবাসা ভালোলাগা আঁধারে ছড়ায়
ভরে থাকে গৃহকোণে।
|
|-শুভরাত|
|
লেখা হয়ে ওঠে অন্তরের সুর
কল্পনার জগতে মন ভাসে
কবিতার ছন্দে মিশে যায় দূর।
✨
দেহ ঘুমিয়ে পড়ে
হিম কুয়াশার চাদর জড়িয়ে
মন তখনও নির্ঘুম
কিছু কথার মোহ খুঁজে চলে।
🩵
স্মৃতির খামে ভরা
দুরন্ত কত অজানা আবেগ
নিশ্চুপ নির্জনে জড়িয়ে রাখে
মন নিজ বীণার তানে।
|-শুভরাত|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 12.86151991714487 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.