আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৮ সেপ্টেম্বর ২০২৪
|
ইশারায় ইঙ্গিতেও না,
নিরবতাই তখন সবই বুঝায়
পরিশেষে হয় জানা!
শব্দবান ক্ষেত্রবিশেষ কখনো
তৈরি করে হতাহত,
ভেষজ কিংবা ঔষধে তাই
সারে না সেই ছোট্ট ক্ষত!
ভালো, মন্দ কত কথা ভাসে
আপন পর সকলের চোখে,
হয়তোবা নিয়ম এটাই
সৃষ্টিকর্তার সৃষ্ট জগতে!
|
|-শুভ সকাল ☀️|
|
সময় আমি গুনছি চলে,
সন্ধ্যে এসে আদর দেবে
মন-খারাপের জ্বরে;
তারপরে ঠিক শান্ত নদী
শান্ত মনের পাড়া,
এই আমিটা তুমিহীনা
বড়ই একলা একা।
মনের আরশিতে বারে বারে
দেখি তোমারই ছবি,
মন শুধুই ভুল করে
এই ডাকলে বুঝি তুমি!
|
|-শুভ সকাল ☀️|