আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৩ জানুয়ারি ২০২৫

in #poetry4 days ago
আসসালামুআলাইকুম

IMG_20241218_161431.jpg

|

আসে চলে যায় বছরগুলো
কত স্মৃতি পেছনে ফেলে
কি হারালাম, কি পেলাম
জীবন অঙ্ক কষছে সবাই।

জাগতিক নিয়মে আসা ও যাওয়া
শুরু হলে, আছে শেষ
পিছু ফেলে আসা দিনগুলোর
থেকে যায় কিছু রেশ।

নতুন বছরে নব উদ্যমে
ভুলগুলো সব ভুলে গিয়ে
শুদ্ধ হয়ে গড়লে জীবন
সুফল তুমি ফিরে পাবে।

|
|-শুভ রাত্রি ✨🩵💕💙|

IMG_20241218_161421.jpg

|

দিনরাত্তির অক্ষত নয়
দু হাত বাড়াও কীসের ক্ষতি,
কেউ জানে না কখন কবে
হঠাৎ, করে নিভবে জীবন বাতি!

সব পুরোনো শোকের গল্প
বানের জলে যাক আজ ভেসে;
নতুন কিছুর হোক সূচনা
হর্ষ কথায়, বর্ষ শুরুতে।

উলটে-পালটে কাজ হবে না
মিথ্যা সকল এবার ছাড়ো
অল্প হলেও নতুন গল্প
মন খুলে আজ বলতে পারো।
|
|-শুভ রাত্রি ✨🩵💕💙|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.774793233674707 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101747.77
ETH 3677.44
SBD 2.55