আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৯ সেপ্টেম্বর ২০২৪
|
হারিয়ে গেছে মানবতা,
চারিদিকে শুধু দেখি
স্বার্থের কুৎসিত কার্যতা।
মানুষ কারে কয়
এই প্রশ্ন মনে ঘুরপাক খায়,
কোথায় সেই মানুষ
যারে সবাই ভালোবেসে, চায়।
হিংসা, লোভ, বিদ্বেষ
এসবই যেনো নিত্যসঙ্গী-
কোথায় সেই দয়া, মমতা
ভালোবাসার শুদ্ধ সন্ধি।
|
|-শুভ রাত্রি 💙|
|
নয়নে নয়নে স্রোত,
নয়নে নয়নে খোঁজ
নয়নে নয়নে ব্রত।
নয়নে নয়নে রহস্য
নয়নে নয়নে মায়া,
নয়নে নয়নে ক্ষণিক দৃষ্টি
নয়নে নয়নে মনের কথা বলা।
নয়নে নয়নে অন্তরের কলরব
নয়নে নয়নে স্নিগ্ধ ঐশ্বর্য,
নয়নে নয়নে সৃষ্টির লয়
নয়নে নয়নে মাধুর্য।
|
|-শুভ রাত্রি 💙|