আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৬ জানুয়ারি ২০২৫
|
আশ্রয়ের অপেক্ষায় স্বপ্ন দেখে
যেখানে সময় থমকে যায়
নীরবতাও সুর হয়ে বাজে
স্বচ্ছ আলোয় ভরা চিরন্তন মুহূর্ত
ভালোবাসার কলরব
সব কিছু মিলে যেন এক নিরবচ্ছিন্ন আশ্রয়।
ঘর মানে তো ছোট উঠোন
হাজার গল্পে গাঁথা
প্রাসাদ বা কুঁড়ে হোক না তবু
থাক স্নেহ মমতায় মাখা।
|
|-শুভ বিকেল 🩵|
|
আনত একটি মুখ
বিড়বিড় করে বলে যাচ্ছে
অস্পষ্ট কিছু কথার সুখ।
ছায়ার শরীরের কাছে
আনত সেই মুখ
অনর্গল; বলে যাচ্ছে
ঝরা পাতার মত কিছু অলীককথার সুর।
সে কথার রঙ নেই, শব্দ নেই
আছে শুধু বোধগম্যতা
আকাশ বিছিয়ে রাখে একরাশ মুগ্ধতা
স্বচ্ছ ভালোবাসার পরিপূর্ণতা।
|
|-শুভ বিকেল 🩵|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.848620677703009 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Loved seeing your flower photography. All of them are very familiar but I can't remember but your photography is very beautiful.