আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৫ মার্চ ২০২৫
|
ভরে থাকিস প্রেমে;
পথে হাঁটিস, পথে ছুটিস
যাস না কখনো থেমে।
রং কুড়াস, রং ভরাস
রং মাখাস মুখে;
ভালোবাসিস, রঙে ভাসিস
টেনে নিস বুকে।
পাশে থাকিস, ভালো রাখিস
ছুঁয়ে থাকিস হাত;
বাঁধা থাকিস, বেঁধে রাখিস
ভালোবাসার সাথ।
|
|-শুভ সকাল ☀️🌿🌸🦋💛|
|
পাহাড় পাহাড় গন্ধ ওঠে,
বিক্ষিপ্ত হাত বাড়ায়
কারা যেন অন্ধ চোখে!
আমি তো কোনদিনই
সাধ করিনি এ বস্তুর,
জলের সাথে মিলতে পারি
তাই তো চেয়েছি সমুদ্দুর।
কি জানি কোন মুহুর্তে
ভুল করে মনে শখ জাগে,
জলের তোড়ে যাই ভেসে
পাহাড় ধরি অভ্যেসে…
|
|-শুভ সকাল ☀️🌿🌸🦋💛|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.192959542289625 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.