জানা অজানা মহাবিশ্ব কবিতাsteemCreated with Sketch.

in #poetryyesterday

Leonardo_Lightning_XL_Universe_0.png
সকাল বেলা উঠল রবি,
আকাশে মেঘের ভিড়।
পাখিরা গান গায় এক সাথে,
পৃথিবী যেন নতুন ক্ষির।

ফুলে ফুলে মুকুল হাসে,
বাতাসে আনন্দের নাচ।
প্রকৃতির এই অপূর্ব ভাষা,
মনকে দেয় শান্তির প্যাচ।

এ পৃথিবী যেন এক কাব্য,
প্রকৃতির অমল সুরে।
আমরা সবাই এক সংগীত,
যে সংগীত গাইতে পারি দূরে

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.25
JST 0.040
BTC 94259.99
ETH 3281.92
USDT 1.00
SBD 7.04