আদিম মোহের জোয়ার !!!
আমারও প্রাণে আদিম মোহের জোয়ার এসেছিলো,
আমারও রক্তে প্রবল বেগে বাণ নেমেছিলো।
অদৃশ্য বিশ্ববৃদ্ধির সীমারেখা ছোঁয়া,আলোর দীপে ছিলো সকল রহস্য,
সৃষ্টির উৎস থেকে এসে ছুঁয়ে গিয়েছিলো।
আদি-অনন্ত সময়ে বিস্তৃত শব্দের মহাকবি রচনা করেছিলো সৃষ্টির রহস্যগুলি।