কবিতা"নির্ঘুম রাত"

in #poetrylast month

cat-8474233.png
picture sourch: pixabay.com

নির্ঘুম রাত
দিদারুল আলম

চাঁদের আলো ছড়িয়ে পড়ে,
কালো অন্ধকারে মুক্তো রোদ,
একাকী চুপচাপ, নিঃশব্দে,
নির্ঘুম রাত, স্বপ্নের সদ।

বাতাসে হালকা দোলা,
মনে পড়ে পুরানো কথা,
তারা গুলি চোরের মতো হাসে,
অতীতের স্মৃতি সেঁটে রাখা।

ঝরা পাতার শব্দে শুনি,
হারানো দিনের গান,
নিঃসঙ্গতার কোলে নিয়ে আসে,
এই রাতের সোনালী প্রাণ।

বুকের মধ্যে ছড়িয়ে পড়ে,
একটা নিরব, অশ্রু-মাখা আশা,
নির্ঘুম রাত, তুমি বুঝে,
মনে রাখো, আমি আছি, চিরকাল, একসাথে!

t.png

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98944.63
ETH 3375.99
USDT 1.00
SBD 3.10