My Original Poem: সুখ

in #poetry7 years ago

ঝিঝির সুরে নাঁকডাকা ঘুম পাড়ায়
উড়ছে সফেদ লক্ষ্মী প্যাঁচার পালক,
বৃহস্পতির বলয় জুড়ে শনি,
মঙ্গলী চাঁদে সূর্য প্রতারক।

বিশ্বাসহীন প্রাণ বাঁধে বাসা,
বালিশ গোনে সস্তা ঘুমের দেনা,
শরীর জুড়ে শীতল মেঘের পাটি,
তবু শিরায় শিরায় উদ্দাম তাড়না।

নীল নীলে মিলায় চোরা স্রোত,
নোনা স্বপ্নে মুক্তা গড়ে ঝিনুক,
নামহীন বন্দরে ভিড়ে জাহাজ,
নাবিকের বুকে মাস্তুল ভাঙা সুখ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 95561.42
ETH 3560.31
USDT 1.00
SBD 3.76