অনু-কবিতা :- ৫৪
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে সবাই বলে সুখ নাকি কপালের জোরে মেলে। কথাটা কি আসলেই সত্যি? আমার তো মনে হয় সুখ কখনোই কপালের জোরে মেলে না। সুখ পেতে হলে মানুষকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কেউ কখনোই সুখী হতে পারেনা। ধরুন আপনি জন্মের পরে প্রচুর অর্থ সম্পত্তির মালিকের ঘরে রয়েছেন। অর্থাৎ আপনার মা বাবা প্রচুর টাকার মালিক। কিন্তু আপনি যদি জীবনে পরিশ্রম না করেন তাহলে এই সুখ একদিন দুঃখে পরিণত হবে। অর্থাৎ অলস ব্যক্তি কখনোই জীবনে সুখী হতে পারেনা। কথাটা কিন্তু শতভাগ সত্য।
আসলে বহু গরিব পরিবারে সন্তান জন্মগ্রহণ করেও তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। আর যদি আপনি ধনী হয়েও পরিশ্রম না করে অলসের মতো ঘরে বসে থাকেন তাহলে আপনার একদিন এই সমস্ত সুখ মাটিতে মিশে যাবে এবং আপনার জীবনটা হয়ে উঠবে দুঃখের সাগর। আসলে পূর্বে মনীষীরা রয়েছেন অনেকেই যারা জীবনে কঠোর পরিশ্রম করে সাফল্যের মুখ দেখেছেন এবং বাকি জীবনটা সুখে শান্তিতে জীবন যাপন করেছেন। আসলে এইসব মনীষীদের অধিকাংশই কিন্তু গরিব পরিবার থেকে এসেছেন। তারা কখনোই তাদের এই দারিদ্রতার উপর ভিত্তি করে বাকি জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাননি।
তাইতো সবাই বলে যে পরিশ্রম নাকি সৌভাগ্যের চাবিকাঠি। অর্থাৎ পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোন কিছুই সহজে মেলেনা। আপনি টাকা দিয়ে ভালো ধরনের সার্টিফিকেট কিনতে পারবেন যেখানে সব বিষয়ে আপনি ১০০ তে ১০০ পেয়েছেন। কিন্তু বাস্তব জীবনে তো আপনি মূর্খ। আসলে টাকা পয়সা দিয়ে এসব কেনা সার্টিফিকেটের কোন মূল্য নেই। আপনি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে বড় হতে পারেন তাহলে সবাই আপনাকে সমাদর করবে এবং আপনি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবেন। আপনাকে অবশ্যই সৎ হতে হবে কিন্তু। কারণ অসৎ লোক জীবনে কখনোই সুখী হতে পারেনা। এইসব অসৎ লোক অন্যের সুখ দেখে হিংসায় জ্বলে পুড়ে জীবন কাটায়। তাই তো মানুষকে ভালবাসতে হবে এবং জীবনে প্রচুর পরিশ্রম করতে হবে।
✠ ০১ ✠
সুখের দিন দ্রুত কাটে,
দুঃখের দিন যেন কাটে না।
এটাই জগৎ সংসারের নিয়ম,
এটি মোটেও মিথ্যা হয় না।
জীবনে অনেক দুঃখ আছে,
আবার দুঃখের পরে সুখ আছে।
তাইতো হার মানলে চলবে না,
সামনের দিকে এগোতে হবে।
জীবনে যদি অলস হও,
তাহলে সুখের মুখ দেখবে না।
আবার যদি পরিশ্রমী হও,
সুখের সীমা থাকবে না।
✠ ০২ ✠
সুখের আশায় যদি কাজ করে,
সে কাজ তো আর শেষ হয় না।
সুখের খোঁজে কাজ করলে,
সুখ জীবনেও আসে না।
সুখের মুখ দেখতে হলে,
ভাগ্যের কোন প্রয়োজন হয় না।
পরিশ্রম করলে ভাগ্যে মেলে,
অলসতাই সুখ আসে না।
সুখী মানুষ ভুলের কারণে,
পরবর্তী জীবন দুঃখে কাটাই।
অলসতা ত্যাগ করে ভাই,
কর্মের ফলে জীবন রাঙ্গাই।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
সবাইকে ধন্যবাদ।
আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।