অপূর্ণ আশা। কবিতা নং :- ১৩৪
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই। কিছু কিছু মানুষ রয়েছে যারা সবসময় চেষ্টা করে যে তারা তাদের নিজেদের এই খারাপ পরিস্থিতি থেকে কি করে জীবনে বড় হওয়া যায়। আবার কিছু কিছু মানুষ নিজেদেরকে দুর্বল ভেবে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে না। আসলে এই ক্ষেত্রে কিন্তু তাদের সম্পূর্ণ দোষ রয়েছে। কেননা তারা যদি নিজেদেরকে দুর্বল মনে করে তাহলে কেউ তাদেরকে এসে আর সবল করে তুলতে পারবে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা না করেন তাহলে কেউ আপনাকে কখনো সাহায্য করবে না এবং সবাই সবার মত করে সামনের দিকে এগিয়ে চলে যাবে।
আসলে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমাদের সব সময় জীবন যুদ্ধে অংশগ্রহণ করা উচিত। কেননা আমরা যদি নিজেদেরকে অলসের মতো ঘরে রেখে সবসময় খারাপ চিন্তা ভাবনা করতে থাকে তাহলে কিন্তু আমরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারব না। শুধুমাত্র আমরা দেখতে থাকব যে আমাদের আশেপাশের যে লোকগুলো রয়েছে তারা কঠোর পরিশ্রম করতে করতে তারা তাদের নিজেদের জীবনকে অবশ্যই উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে। এছাড়াও কিছু কিছু মানুষ মনে করে যে তাদের কোন যোগ্যতা নেই এবং তাদের দ্বারা এই পৃথিবীতে কোন কিছুই হবে না। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো সম্পূর্ণ ভুল চিন্তা-ভাবনা করে। কেননা এই পৃথিবীতে মানুষের দ্বারা সবকিছুই কিন্তু সম্ভব।
শুধুমাত্র মানুষের সব সময় চেষ্টা থাকতে হবে। কেননা মানুষ যদি চেষ্টা না করে তাহলে তাকে তার অবস্থান থেকে কেউ এক চুল নড়াতে পারবেনা। আর এজন্য আমরা সবসময় চেষ্টা করব কি করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দেশের জন্য উপকার করা যায়।আর আমরা যদি দেশের জন্য উপকার করতে পারি তাহলে কিন্তু আমাদের সাথে সাথে দেশের মানুষ গুলো উপকৃত হবে এবং সবাই মিলেমিশে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কেননা আমরা শুধুমাত্র স্বার্থপর এর মত যদি নিজেদের কথা ভাবনা চিন্তা করে অন্যদের কথা ভাবনা চিন্তা না করে তাহলে আমরা কখনো জীবনে বড় হতে পারব না। আর এজন্য আমাদের সব সময় অন্য মানুষদেরকে সাহায্য করতে হবে এবং একই সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
✠ অপূর্ণ আশা ✠
দুদিনের এই দুনিয়ায় সবাই,
কত কিছুই না চায় জীবনে।
কারো জীবনে আশা পূর্ণ হলেও,
বাকি সবার আশা অপূর্ন থেকে যায়।
তবুও সবাই দিনরাত চেষ্টা করে,
কি করে স্বপ্নগুলো পূরণ করা যায়।
এত মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে,
কূল কিনারা কখনো খুঁজে না পায়।
তবুও তারা সব সময় চেষ্টা করে,
সবার মাঝে মাথাকে উঁচু করে।
নিজেকে আলাদা করতে না পারলে,
সবার পিছনে পড়ে থাকতে হয়।
তবুও মনে সবার আশা জাগে,
জীবনে তারা অবশ্যই জয়ী হবে।
সেজন্য প্রতিনিয়ত তারা স্বপ্ন বাঁধে,
জীবনের এই বিশাল উত্তাল সমুদ্রে।
কিছু কিছু মানুষ সব সময় পড়ে থাকে,
তারা নিজেদেরকে সব সকল ক্ষেত্রে দুর্বল ভাবে।
এজন্য তারা সকলের পেছনে থাকে,
লোকে তাদের কখনো না মনে রাখে।
তবুও কিছু কিছু মানুষ আশা করে,
জীবনে তারা অবশ্যই বড় হবে।
কিন্তু পরিস্থিতি তাদের পেছনে রাখে,
সবকিছুতে তারা কষ্টে থাকে।
এ জীবনে তাদের সবাই ভালোবাসে,
যারা জীবনে অবশ্যই উন্নতি করে।
আপনি যদি পিছনে পড়ে থাকেন,
সবাই আপনাকে সবসময় ঘৃণা করে।
এই জীবন যুদ্ধের মধ্য দিয়ে,
শত বাঁধা বিপত্তি পার করতে হবে।
একবার জীবন সিঁড়িতে উঠতে পারলে,
কেহ আর কখনো পিছনে না পড়ে রবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনার লেখা কবিতা যত করি ততই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাষায় এবং ছন্দে মিলিয়ে কবিতা লেখেন, যার কারণে কবিতা গুলো আমার ভালো লাগে।
দাদা, জীবনের সবকিছুই একটা নিয়মে চলে আশা আর লোভের মধ্যে পার্থক্য বুঝে নিলেই বাকি কাজ অনেক সহজ হয়ে যায়।
চেষ্টার বিকল্প নেই।
যাইহোক ভালো লাগল আপনার লেখাটা৷ অন্তমিলের কবিতা হল। আর কবিতাটি সুন্দর অর্থবহন করছে।
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা।কবিতাটি বাস্তবমুখী। মানুষ আশাতেই বাঁচে। আমরা বেঁচে থাকি আশা নিয়ে। সব সময় লড়াই করে যাই নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। সবার আশা সব সময় পূর্ণ হয় না কিছু কিছু আশা অপূর্ণ থেকে যায়। আশাই তো ভরসা অপূর্ণতা তো পরের কথা। কবিতাটি পড়ে ভালো লাগলো দাদা। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার লেখা কবিতা যত দেখছি তত বেশি মুগ্ধ করছে আমাকে।কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আপনি অনেক সুন্দর করে ছন্দের সাথে মিলিয়ে কবিতার প্রত্যেকটি লাইন উপস্থাপন করেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।