খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা।কবিতাটি বাস্তবমুখী। মানুষ আশাতেই বাঁচে। আমরা বেঁচে থাকি আশা নিয়ে। সব সময় লড়াই করে যাই নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। সবার আশা সব সময় পূর্ণ হয় না কিছু কিছু আশা অপূর্ণ থেকে যায়। আশাই তো ভরসা অপূর্ণতা তো পরের কথা। কবিতাটি পড়ে ভালো লাগলো দাদা। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।