আমার বাংলা কবিতা"বৃষ্টির ছড়া"

in #poet3 years ago

1648040672434-01.jpeg

বৃষ্টির ছড়া
হামিদুর রহমান হিমু

বৃষ্টি এলো পূবের বনে
জাগলো সারা বন!
বৃষ্টি যেনো কইছে কথা
ঘাস ফুলেদের সন।

1648039618300-01.jpeg

চারিদিকে কিচিরমিচির
পাখপাখালির ডাক।
পথভুলে আজ রাখাল ছেলে
দিচ্ছে ভিষণ হাঁক।

বনের পরে বন কেটে যায়
হয়না তো পথ শেষ।
হাঁটতে হাঁটতে ক্লান্ত ভিষণ
ক্লান্ত পালের মেষ।

দিন-দুপুরে অন্ধকারে
হারিয়েছে পথ।
স্বপ্ন ছিলো গঞ্জে গিয়ে
কিনবে মায়ের নথ।

স্বপ্ন সকল ভেস্তে গেলো
ভেস্তে গেলো শ্রম।
বৃষ্টি বুঝি অবশেষে
হয়ে গেলো যম।

বৃষ্টির দিনের ছবি ডাউনলোড (5).jpg

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 93257.09
ETH 3124.16
USDT 1.00
SBD 3.15