ভালবাসার ঋণ

সুখ থাক বন্ধু তু‌মি
সু‌খে থাক চির দিন ,
তোমা‌রো বির‌হে যে
আমার কা‌টেনা রাত আর দিন ।

তোমারী কথা ভা‌বি আমি
ব‌সে একা নিরালায় ,
য‌দি তু‌মি হ‌তে আমার জীবন সাথী
এটা ভে‌বেই আমার রাত দিন যায়।

যেখা‌নেই থাক তু‌মি
সু‌খি হও চির দিন ,
যেটুকু ভালবাসা দি‌য়েছ আমায়
এ যে আমার অ‌নেক বড় ঋণ ।

সুখ থাক বন্ধু তু‌মি
সু‌খে থাক চির দিন ,
তোমা‌রো বির‌হে যে
আমার কা‌টেনা রাত আর দিন ।।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 103683.34
ETH 3202.95
SBD 5.20