ভালবাসার ঋণ
সুখ থাক বন্ধু তুমি
সুখে থাক চির দিন ,
তোমারো বিরহে যে
আমার কাটেনা রাত আর দিন ।
তোমারী কথা ভাবি আমি
বসে একা নিরালায় ,
যদি তুমি হতে আমার জীবন সাথী
এটা ভেবেই আমার রাত দিন যায়।
যেখানেই থাক তুমি
সুখি হও চির দিন ,
যেটুকু ভালবাসা দিয়েছ আমায়
এ যে আমার অনেক বড় ঋণ ।
সুখ থাক বন্ধু তুমি
সুখে থাক চির দিন ,
তোমারো বিরহে যে
আমার কাটেনা রাত আর দিন ।।