অবিন্যাস্ত অনুকাব্য ||Unaware of

in #poems8 years ago

১।
জলের কাছে শেষ বিকেলের মেয়ে
গোধূলি নামার ক্ষণ,
পাখির ডানায় স্বপ্ন শুধু নীড়
মনের মাঝে তোমায় ছোঁয়ার ইচ্ছেগুলোর ভিড়।

২।
মাথায় রঙিন সব খিদে
শাসাচ্ছে খুব,
কেউ অন্তরাত্মা হয়ে বলুক -"বাঁচো"..
সমুদ্রে ফেলে দিই সব -ঝুপ..

৩।
সব ছেড়ে দিলে দেখি জীবন সহজ,
সহজ নিঃশ্বাস!
শুধুমাত্র ছেড়ে দেয়ার চিন্তাটুকুই সহজ,
আঁকড়ে ধরাও ভীষণ দুষ্কর।

৪।
স্মৃতির অতলে হেঁটে চলে রাত
প্রায়শ্চিত্ত যদি একে না বলে তবে
মিথ্যে এই পাপ পুণ্যের হিসাব।

৫।
মানুষ আকাশ কে মুক্ত বলে জানে..
আকাশ কি মুক্ত আসলে?
সেও মহাকর্ষের শৃংখলে কয়েদ হয়ে আছে গ্রহ গ্রহান্তরে!

৬।
ভুলে গেছি কত শত মুখ
ডুবে গেছি স্মৃতিভ্রষ্টতায়
একমাত্র ভুলগুলো ই স্পষ্ট, যেন -
অন্ধকার থেকে হেঁটে যায় চাঁদ
ক্রমশ পূর্ণিমায়।

৭।
চিৎকার গুলো তুলে রাখি
দমবন্ধ করে বায়ুশূন্য জারে
অথচ প্রতিধ্বনি দেখি শব্দহীন অসীম হতে জানে!

৮।
এই শ্রাবণ রাত বৃষ্টির শব্দে গল্প বলে যাচ্ছে অবিরাম,
আমি জানি না জলের ভাষা -
সেখানে বিরহের কি নাম?
কিভাবে বিষাদ লেখা হয় জলের অক্ষরে?
মানুষের কাছে বৃষ্টি মানেই -উদাস অতীত,বিষণ্ণ অভিমান!

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 75992.84
ETH 1433.38
USDT 1.00
SBD 0.63