"আমার ক্যালেন্ডার এখন মৃত্যু উপত্যকা "
কোনো এক ভোরে দু'জনা পাশাপাশি,
শীতল এক বাতাস ছুঁয়েছে এ হৃদয়খানি।
অফুরন্ত প্রেম কিংবা দায়িত্বের ভার,
করছে আলাদা আমাদের যেনো ভিন্ন সংসার।
আমাদের গল্পখানা অসমাপ্তই থেকে যাক,
আত্মজীবনী লিখতে গেলেই ভুলের বড্ড ভার।
কারাগারের রোজনামচায় শুধু তাকে ঘিরে থাকা,
ব্যালকনিটায় উঁকি ঝুঁকি, রাস্তাটা পথিক হারা।
ভোরের সূর্য উঁকি দেয়,
তপ্ত রোদের তেজ।
তোমায় মানানোর ভার,
আমার যেনো নিঃশেষের তোলপাড়।
হবে না হয়তো আমার,
বোধহয় অন্য জনার!
তবে প্রেম কি ঠুনকো ?
নাকি আমার অপারগতার হার!
হোক না বারেবারে হেরে যাওয়া,
তাও খানিক আশা!
যদি ফিরে আসো আবার ,
পাবে আমার আঙ্গিনা ফাঁকা।
তোমার তরে সব ছাড়লাম,পরিচয়হীন সাজ,
তোমার জন্যে একশো গোলাপ,ভুলেই গেলে আজ!
এ তো আমার ই হার,শুধু আমার ই হাহাকার।
তবুও প্রেম ,তবুও আশার প্রদীপ ,
তবুও ভালোবাসা তুমি , যতোই হই অপারগ আমি।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!