"একগুচ্ছ" ায়"
কিছু ছন্দ তবু অনুক্তই রয়ে যায়
০১
অজানারা ডানা মেলে,
পাখি যেনো নীড়ে ফেরে।
আস্তা কুঁড়ে জীবন যাদের,
তাদেরও কভু সময় ফেরে,
হয়তো বা সে জীবনের টানে।
তবুও হেরে যাওয়া পথিক,
হেরে যায় বারে বারে।
সা থে তার কতো না পাওয়া,
যেনো জীবনের শতরঞ্জি হাতে।
০২
আমাদের ভালোবাসা,
প্রতিবারে হেরে যায়।
হয়তো ব া কাছে আসা,
সেটাও তো থেমে যায়।
অভিমানের পালা চুকিয়ে,
হবে কবে কাছে আসা?
আলিঙ্ গনে নামুক ঝড়,
অভিমানের পালা চোকাবার।
০৩
জীবন যেথায় যখন যেমন,
কারো প্রেমের শুরু, কারো প ্রেমের মৃত্যুর ক্ষণ।
পসরা সাজাই দুঃখ কতো !
নেবে বুঝি কেও?
যদি দেয় এক আধুলি হোক যতো!
০৪
পাখির মতো উড়ে বেড়াই,
জীবন যেনো পাখির পালক।
এ জীবন প্রাণ সব ই তো গেলো!
ক্ষান্ত হবে কি? আজ নিরুদ্দেশ সে তো।
কতো চেনা অলগলি আমাদের,
সব অপরিচিত কেনো মনে হয়!
তবুও খুঁজি সে প্রিয়জন,
যে জন আমার, শুধু আমার প্রিয়জন।