বাংলা কবিতা
আজ মনে পড়িল গতকালের কথা। ১৯৯২ সালের ১০ এপ্রিল শুক্রবার ছিল আমার জীবনের পট পরিবর্তনের দিন। তৎকালীন এনালগ সময়ে একটি বেসম্ভব ডিজিটাল কর্ম করিয়াছিলাম আমি। আমার বিদ্যুৎহীন জীবনে হঠাৎ করেই বিজলিবাতি জ্বলিয়া উঠিল। আমি সেই আলোয় আলোকিত হইলাম, পুলকিত হইলাম, চমকিত হইলাম। তারপর কত দিন, মাস, বছর চলিয়া গেল। কত বিজলিবাতি
জ্বলিল; কতজনে কত রকম জল ঢালিয়া আমার অনুর্বর মনের বল বাড়াইল। কত জনে চোখের জল ঝরাইল, হাসাইল। কত জনে করাইল কতকিছু; দেখাইল জীবনের কত বাহারি রূপ। কিন্তু ২৬ বছর আগে যেই মানুষটি যেই রূপ দেখাইল, যেই আলো জ্বালাইয়া দিলো হৃদয়ের চুপঘরে- সেই আলো আজও জ্বলিতেছে। তাহার জ্বালাইয়া দেওয়া আলোয় নিত্য আলোকিত হইতেছে আরেকজন মানুষ।
People who liked this post also liked:
If you read, you and I cry by @queen61
Trying to fall in love,Sadia by @luxmen