"আমার বাংলা ব্লগ" এর বর্তমান অ্যাডমিন এবং মডারেটেডের পদ ও দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত রেখাপাত

in #poem3 years ago

"আমার বাংলা ব্লগ" এর বয়স এখন ১১ মাস । এই দীর্ঘ এগারো মাসে "আমার বাংলা ব্লগ" বেশ বড় হয়েছে । নিত্য নতুন ব্লগার যুক্ত হচ্ছেন এখনো প্রত্যেক মাসে । অলটাইম ২০০+ অথর এবং ৩,০০০+ subscribers একটিভ রয়েছেন আমাদের কমিউনিটিতে । এছাড়াও, স্টিমিট কমিউনিটি'র পাশাপাশি রয়েছে আমাদের ডিস্কর্ড কমিউনিটি, ফেইসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল । সেখানেও প্রচুর একটিভ ইউজার রয়েছেন । এই মুহূর্তে ডিসকোর্ডে আমাদের ৭০০+ ইউজার এবং টেলিগ্রামে ৭০+ একটিভ ইউজার রয়েছেন ।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

"আমার বাংলা ব্লগ" এর দিন দিন এই উত্তরোত্তর বৃদ্ধিতে কমিউনিটির পরিচালনা পর্ষদের উপর বেশ চাপ পড়ছে । এছাড়াও রয়েছে ইউটিউব, টুইটার, ফেইসবুক, টেলিগ্রাম এবং ডিসকর্ড । সেখানেও যথেষ্ঠ প্রেশার আছে অ্যাডমিন এবং মডারেটরদের উপরে , কারণ ওখানেও দিন দিন পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে ।

বিগত সপ্তাহে "আমার বাংলা ব্লগ" এ নতুন একজন মডারেটর নেওয়া হয়েছে । @swagata21 হলেন "আমার বাংলা ব্লগ" এর নতুন মডারেটর । মূলত কমিউনিটি'র মডারেশন প্যানেল-কে সহায়তা করার জন্যই নতুন মডারেটর নিয়োগ দেওয়া হয়েছে ।

আমাদের কমিউনিটি'র সকল সাধারণ সদস্যদের জ্ঞাতার্থে কমিউনিটি'র পরিচালনা পর্ষদ ও কমিউনিটিতে তাঁদের ভূমিকার উপরে একটি সংক্ষিপ্ত আলোকপাত করা হচ্ছে এখন ।

আমাদের অ্যাডমিন প্যানেল

@rme : স্টিমিট কমিউনিটি এবং ডিস্কর্ড কমিউনিটি'র সকল প্রকারের অবকাঠামোগত উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ।

@blacks : স্টিমিট ও ডিস্কর্ড কমিউনিটি'র সকল প্রকারের এডমিন্সট্রেশন ওয়ার্কস এর দায়িত্বে আছেন ।

@amarbanglablog : মেইন কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@shy-fox : এক্সট্রিম কিউরেটর আমার বাংলা ব্লগের ।

@curators : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@royalmacro : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@photoman : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@abb-school : স্টিমিট সম্পর্কে খুঁটিনাটি সব শিক্ষা প্রদানের লক্ষ্যে এই একাউন্টটি । লেকচার শিট প্রকাশ করা থেকে শুরু করে এবিবি স্কুলের সকল শিক্ষার্থীদের পোস্ট কিউরেশন করা হয় এই একাউন্ট থেকে ।

@winkles : @blacks এর আন্ডারে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া এবং ভেনিজুয়েলা রিজিয়নের সর্বেসর্বা তিনিই । ভারত সহ উক্ত রিজিয়নে সকল প্রকারের এডমিন্সট্রেটিভ কাজের দায়িত্বে রয়েছেন তিনি ।

@hafizullah : @blacks এর আন্ডারে বাংলাদেশ রিজিয়নের সর্বেসর্বা তিনিই । বাংলাদেশ রিজিয়নে সকল প্রকারের এডমিন্সট্রেটিভ কাজের দায়িত্বে রয়েছেন তিনি ।

@rex-sumon : স্টিমিট কমিউনিটি'র কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্বে রয়েছেন তিনি । abuse চেক করা থেকে যে কোনো ধরণের লো কোয়ালিটি ও কপিরাইট প্রোটেক্টেড ইস্যু'র পর্যবেক্ষণ ও সমাধানের লক্ষ্যে নিয়োজিত আছেন বর্তমানে ।

@moh.arif : স্টিমিট কমিউনিটি'র যাবতীয় রিপোর্ট তৈরী ও প্রকাশের দায়িত্বের রয়েছেন । এরই সাথে কমিউনিটি'র রিয়ার্ডস উইথড্রয়াল এর প্রশিক্ষক ও পর্যবেক্ষককের দায়িত্বে নিয়োজিত আছেন ।

@shuvo35 : স্টিমিট ও ডিসকোর্ড এর যাবতীয় সোশ্যাল নেটওয়ার্কিং এবং অনলাইন মিটিং, হ্যাংআউট, ডিসকাশন এ গুলো সুষ্ঠুভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ডেভেলপমেন্ট এর দায়িত্বে নিয়োজিত রয়েছেন ।

@kingporos : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ২ এ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@rupok : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ১ এ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@alsarzilsiam : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ৩ এ ক্লাস নেওয়ার দায়িত্বে এবং কমিউনিটি'র ফেসবুক গ্রূপের অ্যাডমিন হিসেবে নিয়োজিত আছেন ।

@tangera : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি "সাপোর্ট বঞ্চিত সদস্যদের সাপোর্ট নিশ্চিত করা"-র সুপারভিশনের দায়িত্বে নিয়োজিত আছেন । যে সকল ইউজার নিয়মিত কোয়ালিটি পোস্ট করেও সপ্তাহে মাত্র ১ টি বা শূন্য সাপোর্ট পাচ্ছেন তাঁদেরকে ফাইন্ড আউট করা ও সপ্তাহন্তে রিপোর্ট পাবলিশ করার দায়িত্ব পালন করছেন বর্তমানে ।

@nusuranur : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ৪ ক্লাস নেওয়ার দায়িত্বে, নতুন এবং পুরোনো ইনাক্টিভ ইউজারদের পোস্ট কোয়ালিটি চেক এবং ডিসকোর্ড কমিউনিটি'র মেয়েদের প্রাইভেসী সুরক্ষার কার্য্যে নিয়োজিত আছেন ।

@ayrinbd : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি নতুন সদস্যদের গাইডলাইন্স প্রদান ও সহায়তার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@swagata21 : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি নতুন সদস্যদের গাইডলাইন্স প্রদান ও সহায়তার দায়িত্বে নিয়োজিত আছেন ।

@endplagiarism04 : স্টিমিট কমিউনিটি'র ভলান্টারী abuse checker ।

ধন্যবাদ । হ্যাপি ব্লগিং ।

##poem #poetry #writing #amarba announcement #amarbanglablog #admin-panel

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.041
BTC 98186.70
ETH 3630.92
SBD 2.36