ছায়া ভাবনা

in #poem7 years ago

হয়তো কোন বিষন্ন সন্ধ্যায় মন খারাপের কারণ হবে না আমার জানা,
মনে পড়বে না হয়তো তুমিই আমার সেই কারণ।
অজানা হলেও হয়তো তোমার কাছ থেকে পাওয়া সুখ সেদিন আর না পাওয়াই কারণ হয়ে দাঁড়াবে।
তুমিই কারণ; তবুও আড়াল তুমি।
হয়তো চাইব না আর কারও পাশে থাকতে, যেমন করে তোমায় চেয়েছিলাম সমগ্র সত্ত্বা দিয়ে।
হয়তো আর কারও হাত ধরতে পারব না তোমার মত করে- হয়তো কেউ চাইলেও পারব না হাত বাড়াতে আমি, হাজারো দ্বিধা আমায় তাড়া করবে- "যে হাতের স্পর্শে ভেবেছিলাম তুমি আমার, আমি তোমার সঙ্গেই কাটাব আজীবন"
যদি কেউ এ হাত ধরে অধিকার নিয়ে, মনে হবে আগন্তুক, মুছে দিচ্ছে তোমার ছোঁয়া,
পারবনা আমি ভাবতে কারও মুখ তোমার মত করে- আসবে না তুমি আমার সুখ পাখি হয়ে-
ভাবি আমি খুঁজব না আর তোমার ছবি কারও মুখে,
আমি আর করব না ভুল এই ভেবে- হয়তো তুমি অপেক্ষাতে আগের মত সেখানটাতে-
হয়তো আমি ভেবেই নিব তুমি নকল ছিলে-
তাই বলে কি হবে বল-
কুয়াশা ঢাকা সকাল, এক চিলতে রোদ, বাতাসের গন্ধ, সুর, এক চিলতে হাসি, শীতে হিম হয়ে যাওয়া হাত, যানজটের শহর, পথ শিশুদের খুঁজে খাওয়া, ব্যস্ত রাস্তায় কেউ কারো হাত ধরে পার করা, রাস্তার একটা ভাঙা, সিরিয়ালের প্রেম, প্রিয় আইসক্রিম, আমার হাতের অসমান রুটি- এসব কিছুই ভুল করে না মনে করিয়ে দিতে তোমায়-----

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.039
BTC 94224.50
ETH 3330.99
USDT 1.00
SBD 3.51