সমসত্ত্ব মিশ্রণ

in #poem7 years ago

কোথাও তুমি নেই,
তন্ন তন্ন করে খুঁজে দেখলাম,
নাহ্, একদম নেই।
আলাদা করে যাচ্ছে না,
সুমিষ্ট নহর থেকে যেমন সুক্রোজের দানা।
একবার ভাবলাম শুকিয়ে ফেলি।
কিছু বিজ্ঞানও হলো, শুকিয়েও গেলো।
নাহ্, এইবার শুধু তুমি রয়ে গেলে,
আর আমি হাওয়ায় মিলিয়ে গেলাম।
হাওয়ায় ভেসে ভেসে আমি দেখি সুখ।
আহ কি মিষ্টি, পিঁপড়ার দল দেয় মুখ।
আমি মিছে কেঁদে ভাসাই,
জিজ্ঞাসে, তুমি কে হে ভাই?
আমি মেঘের গড়ানো মায়া,
আমি কালো উপাধির ছায়া,
ওহ তাই! তোমায় তো এবেলায় দরকার নাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.039
BTC 94224.50
ETH 3330.99
USDT 1.00
SBD 3.51