তোমার হাতে গোলাপ থাকলেও ভয় পাই
ছবির উৎস: Unsplash
তোমার হাতে গোলাপ থাকলেও ভয় পাই,
তোমার মনে ভালোবাসা দেখেও সন্দেহ তাই।
তোমার মনে গোলাপ ফোটে না
হাতে ফুল শুধুই অভিনয়,
তোমার সাথে ভালোবাসা করতে
তাইতো আমার এতো ভয়।
তোমার হাতে গোলাপ দেখেও আগের মতো
আর তো হই না শিহরিত,
তোমার মনে ভালোবাসা নাই যে
কথাটি ভেবে আর হই না বিস্মিত।
তোমার মনে ভালোবাসা জাগে না
চলছে শুধু অভিনয়ের পালা,
তোমার হাতে গোলাপ দেখে আজকে আমার
এই মনে বাড়ে আরও জ্বালা।
তোমার হাতে গোলাপ থাকলেও ভয় পাই,
তোমার মনে ভালোবাসা দেখেও সন্দেহ তাই।
This was posted using Serey.io cross platform posting.