বাসনা

in #poemlast year

কবিতা
কলমে: টিপু মো: শহীদুল ইসলাম
তুমি বলছিলে দেখ,আকাশে কত মেঘ জমেছে
আমি বূঝে ছিলাম তোমার মন ভাল নেই
তুমি বলছিলে, সাঝের গোধূলী লগ্নে
বেলকনিতে এসে দাড়াতে
আমি বুঝে ছিলাম
তুমি আমায় দেখতে চাও
তুমি বলছিলে, ঘরটা বড্ড নীরব
আমি বুঝে ছিলাম, ফোনে কথা বলতে চাও
তুমি বলেছিলে,আমার ঠোট কাপছে
আমি বুঝে ছিলাম,তুমি ভালবাসার
চুম্বন চাও
তুমি বলেছিলে, সাগরের জলে পা ভিজাতে চাও
আমি বুঝে ছিলাম, তুমি বেড়াতে যেতে চাও
তুমি বলে ছিলে, ঐ দেখ আকাশে
পূর্নিমার চাঁদ
আমি বূঝে ছিলাম, তুমি আমার ভালবাসা চাও
আমি তোমাকে আমার মনের নিভৃত
কোনে যতনে রাখিব।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 104901.64
ETH 3329.53
SBD 4.90