My poem

in #poem7 years ago

হায়রে বন্ধুত্ব!
যে অামি একসময় তোর প্রিয় বন্ধু ছিলাম আজ সময়ের ব্যবধানে সেই অামি তোর কাছে স্বল্প পরিচিত একজন হয়ে গেছি।
যে তুই ঘন্টার পর ঘন্টা অামার সাথে কথা বলতি তবু কখনো বিরক্ত হইতি না, যে কোন কথা শেয়ার করতে একটুও সময় নিতিনা, আজ সেই তুই আমার সাথে কথাই বলিস না। অামি দশটা কথা বললে তুই একটা কথা বলিস। কিছু জিঙ্গেস করলে বলিস ব্যাস্ত থাকিস।
হুম ব্যাস্ত সবাই থাকে, কাজ সবারই অাছে। তাই বলে এমন ব্যাস্ত কেও থাকেনা যে ২৪ ঘন্টার মধ্যে ২৪ সেকেন্ড সময়ও পায়না। দূরত্ব বেড়ে গেছে সাথে বেড়ে গেছে মনের ব্যবধান সেটা তুই নিজেই বুঝিয়ে দিচ্ছিস।
জানি মানুষ পরিবর্তনশীল তবে, এত দ্রুত মানুষ পরিবর্তন হয় তা তোকে না দেখলে বুঝতে পারতাম না।
মন থেকে তোর জন্য শুভ কামনা রইলো। অনেক ভালো থাকিস তুই। জীবনে চলার পথে কোন দুঃখ যেনো কখনো তোকে স্পর্শ না করে।
.......... লিজা রানী দাস

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 81821.15
ETH 1632.28
USDT 1.00
SBD 0.69