My poem :love

in #poem7 years ago

কবিতা: ভালবেসেছি!

তোমার চোখ;নির্ভেজাল চোখভালবেসেছি
তোমার হাসি;বাকা ঠোঁটে হাসি
ভালবেসেছি
তোমার কথা;মিষ্টি মধুর কথাভালবেসেছি
তোমার চুল;মেঘের মত জমাটবদ্ধ চুল
ভালবেসেছি
তোমার হাত;প্রেমের শীতল হাতভালবেসেছি
তোমার উড়না;বাতাসে উড়ন্ত উড়না
ভালবেসেছি
তোমার ঠোঁট;গোলাপি পাপড়ির মত ঠোঁটভালবেসেছি
তোমার দুল;ঝুমকা নাচা সবুজ দুল
ভালবেসেছি
তোমার চুড়ি;লাল চুড়িভালবেসেছি
তোমার খোপা;জবাফুল গাথা খোপা
ভালবেসেছি
তোমার হার;গলায় ঝুলে থাকা হারভালবেসেছি
তোমার টিপ;নয়ন কাড়া টিপ
ভালবেসেছি
তোমার ফুল;নাকে ঘ্যাণে সিক্ত ফুলভালবেসেছি
তোমার নূপুর; নূপুরেরধ্বনি
ভালবেসেছি
তোমার মন;প্রেমিক মনভালবেসেছি
তোমার ভাললাগা;সবকিছু ভবের ভাললাগা
ভালবেসেছি
তোমার ভালবাসা;হৃদয়পটে থাকা সকল ভালবাসাভালবেসেছি,
আমি তোমাকে;মন-প্রাণ বিলিয়ে তোমাকে
ভালবেসেছি।

কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

Sort:  

Dear friend, you do not appear to be following @wafrica. Follow @wafrica to get a valuable upvote on your quality post!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 94127.71
ETH 3400.37
USDT 1.00
SBD 3.38