My poem :death

in #poem7 years ago

মৃত্যু॥
. . . . .
.
.
মৃত্যুকে দেখি
প্রতিনিয়ত দেখি , চৌকাটে দেখি
গুড়গুড় করিতে!
কখন দেখি আপন অস্থি মজ্জায়!
কখনও বা আলিঙ্গণ করিতে॥
মৃত্যুকে দেখি
ঝরাপাতার মত উড়িতে
পাষ্পশকটের আওয়াজে॥
হাতচানি দেয়, কথা বলে !
এও বলে, দাঁড়াও আসছি॥
মৃত্যুকে দেখি রোজ দেখি
উঠোনের পেঁচার আওয়াজে
যখন ঘ্যাউ ঘ্যাউ কুকুরে ধ্বনিতে॥
মৃত্যুকে দেখি প্রতিনিয়ত দেখি
চার পাঁচটে প্যাটকেল ছুড়াছুড়িতে!
কিংবা তথাকতিত মুক্তমনা
তারপর বন্ধুক যুদ্দের ফায়ারে॥
মৃত্যু তাড়িত করে,
দৌড়ায় , ক্লান্ত করে॥

Sort:  

Are you a woman? Come on join us!

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.19
JST 0.036
BTC 91660.56
ETH 3295.97
USDT 1.00
SBD 3.83