আমি বাংগালি
চোখ ভুলেছে স্বপ্ন
হৃদয় ছুঁয়েছে মিথ্যা পরবাস,
প্রেম, তবু তুমি বেছে নিলে তারে?
.
অনিদ্রা কেড়েছে রাতের সুখ
স্মৃতি পুড়ছে নির্মম উদাসিনতায়,
প্রেম,তবু তুমি ডেকে নিলে তারে?
.
মিলনের ভূমি করে বিমুখ প্রান্তর
সোনালী স্বপ্নের ভেঙে অন্তর,
প্রেম,তবু তুমি নিবে তারে?
.
ভুল আশায় মরছে সময়
নষ্ট করে পরানের গহীন নীড়,
প্রেম,তবু তুমি চাইবে তারে?
.
প্রেম,এমন করে তুমি আর কি পাবে?
বাঙালি মানে রবিবারে কবজি ডুবিয়ে মাংসভাত,
বাঙালি মানে পাড়ার মোড়ে লেকচারে বাজিমাত।
বাঙালি মানে দুপুরে পেটপুরে খেয়ে ভুঁড়ি উচিয়ে ভাতঘুম দেওয়া,
বাঙালি মানে মাটির ভাঁড়ে স্মৃতির ধোঁয়া।
বাঙালি মানে মনে মুখে বাংলাভাষা,
বাঙালি মানে কাজল, লিপস্টিকে বঙ্গনারীর ভালোবাসা।