অমোঘযাত্রা

in #poem7 years ago

কাল রাতের কষ্টভোগে ছিল ক্ষোভ।
অপারগতার যন্ত্রনার বিরামহীন কষাঘাত আর লাশঘরের মত নিশ্চুপ শুন্যতার বিনিদ্র রাত।
ঘুমের বড়িতে আসক্তিটা বড্ড বেশী স্বৈরাচারী। পৈশাচিক নগ্ন প্রতিশোধটা কি নিতেই হয়??
কষ্ট না দিলে শরীর-মনে লাগামহীন বৈরিতা আসেনা?
বিষে বিষাক্ত রাত বাড়ে বিষের যন্ত্রনায়।
নাক দিয়ে ঝরে আসে লালপানি গলগলে বিষ।
কতটা বিষ বুঝিনা,অস্তিত্ব খুঁজতে গিয়ে ভয় পাই।
আগুনের মত মনে হয় নিজেকে, উর্ধ্বগামী।
অ-কঠীন,অ-তরল,অ-বায়বীয় কিন্তু জলন্ত বাস্তব।।
এ কেমন অবস্থা বুঝতে পারিনা গোপন প্রিয়া।
তুমি মিশ্রিত অ-সত্য কিংবা নিরেট অ-মিথ্যা।
লক্ষী প্রিয়া,তোমার দেয়া কষ্টে মৃত্যুপথে অমোঘ যাত্রা।।

Sort:  

খুব ভালো লাগলো আপনার এই কবিতা । কে লিখেছে, আপনি?

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91063.28
ETH 3157.52
USDT 1.00
SBD 3.02