রোমান্স

in #poem6 years ago

আমি রোমান্স নৃত্যের আবির

রহস্যময় কোষে রমনির জিন 

মৌনতা মাঝে নিবন্ধন  

প্রেম কন্তলের প্রদীপ 

আমি বাসর আমি বৃন্দাবন 

আমি জলসা ঘর আমি লক্ষ অলৌকিক

আমি দশন দেবতাকুল 

কাল মহাকাল আমাতে তোমাতে আনন্দ কম্পণ

আবেগে উধ্বালোকে গমন

 আমি প্রেম লীলা প্রণয়ীনী মোহনীয় 

কোমনী দেহ সৌষ্ঠব মতের হুর।

কারারুদ্ধ জীবন মাঝে বাসর গরি।

শ্রেণীভেদ ভয়ংকর নিষ্ঠরতা ভোগ করে

সত্যকে ছিনিয়ে এনেছি করেছি বিশ্ব জয়

বিশ্ব বাতায় আছে আমার জ্যান্ত সমাধির ইতিহাস

আমি আনারকলি সেলিমের

উওাল প্রেম আর প্রেমের পায়ে জিঞ্জির 

আমি কাঁপিয়েছি বিশ্ব মানবতা

আমি কাঁদিয়েছি সকল প্রেমির প্রাণ

আমি কাল মহাকাল রোমান্স।

  source  

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.036
BTC 93711.32
ETH 3230.63
USDT 1.00
SBD 3.01