শ্রেষ্ঠত্বের লজ্জা

in #poem6 years ago

,#শ্রেষ্ঠত্বের লজ্জা

"পৃথিবীতে যা কিছু আছে চির কল্যানকর যার মধ্যে অর্ধেক সৃষ্টি করিয়াছে নারী আর অর্ধেক নর ।"

"কোন কালে একাকী হয়নি কো জয়ী পুরুষের তরবারী ক্ষমতা জুগিয়েছে , প্রেরনা জুগিয়েছে বিজয়লক্ষী নারী "। কবি কাজী নজরুল ইসলাম ।

আমার দেশ ভারতবর্ষ এক মহান দেশ । এক সম্প্রীতির দেশ , বিভিন্ন প্রাচীন সভ্যতার দেশ , বিভিন্ন সুফি ও আওলিয়াদের দেশ । কবি দ্বিজেন্দ্রলালের ভাষায় "ধনধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধারা । তাহার মাঝে দেশ আছে এক সকল দেশের সেরা "। সত্যিই আমাদের দেশ সকল দেশের সেরা কিন্তু ধীরে ধীরে আমাদের দেশ যেন শ্রেষ্ঠত্বের আসন থেকে বিলীন হয়ে যাচ্ছে । আর সেই সঙ্গে দেশ জুটে চলেছে অন্ধকার সভ্যতার দিকে । যার বাস্তব প্রমান বিগত দুইদিনে আগে নারী নির্যাতন ও ধর্ষনের বিশ্বে নাম্বার ওয়ান স্থান দখল । আমরা সবাই জানি ভালো দিকে নাম্বার ওয়ান হওয়াটা যতটা গর্বের একইভাবে অন্যদিকে কোন খারাপ দিকে নাম্বার ওয়ান হওয়াটা চরম লজ্জার । যেটা আমাদের দেশের ক্ষেত্রে ঘটেছে । এমনকী আমাদের স্থান আইএসআই জঙ্গী দ্বারা অত্যাচারিত দেশ ইরাক , সিরিয়া ,আফগানস্থান ও পাকিস্থানের নীচে । এখানেই শেষ নয় পরিসংখ্যান বলছে আমাদের দেশে প্রতি ঘন্টায় 40জন মহিলা বিভিন্ন কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয় । এছাড়াও প্রতি তিন মিনিটে একজন নারী যৌন হেনস্থার শিকার হয় । নারীদের কর্মক্ষেত্রের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে দেখা যাবে এখানেও বৈষম্য শিকার নারীরা এবং এখানেও ভারতের স্থান বাংলাদেশের নীচে । কর্মক্ষেত্রে মাত্র 30 শতাংশ নারী অংশগ্রহন করে । পাশাপাশি বেতনক্ষেত্রেও একই বৈষম্য একই লেভেলে কর্মরত নারী পুরুষের মধ্য প্রায় 50 শতাংশ নারী কম বেতন পায় ।

বিগত কয়েক বছর দিকে আলোকপাত করলে দেখা যাবে নারী নির্যাতনের ঘটনা প্রশ্নাতীত । যেমন- দিল্লি

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.046
BTC 102174.22
ETH 3707.77
SBD 2.75