প্রেমের অনুরাগ

in #poem7 years ago

শোন গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।।
মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা,
জাগিল মধু লগনেতে, বাড়ালো কি আশা।
উতলা করিছে মোরে, আমারি ভালবাসা।
অনুরাগে প্রেম শরীরে ডুব দিয়েছি আমি,

শোন গো মধুর হাওয়া প্রেম করেছি আমি।
দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী,
বরষাতে প্রেম ধারা, শরতের শশী।
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী।
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী।
শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.035
BTC 98079.82
ETH 2722.07
SBD 3.23