মন শুধু মন ছুঁয়েছে

in #poem7 years ago

মন শুধু মন ছুঁয়েছে

ও সেতো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি


চোখের দৃষ্টি যেন

মনের গীতি কবিতা

বুকের ভালোবাসা

যেথায় রয়েছে গাঁথা


আমিতো সেই কবিতা পড়েছি

মনে মনে সুর দিয়েছি

কেউ জানে নি


যখনি তোমার চোখে

আমার মুখ খানি দেখি

স্বপনও কুসুম থেকে

হৃদয়ে সুরভি মাখি


তুমি কি সেই সুরভি পেয়েছো

স্বপনের দ্বার খুলেছো

কিছু জানিনি


মন শুধু মন ছুঁয়েছে

ও সেতো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি

![funny picture2.jpg]()

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.037
BTC 100916.86
ETH 3170.50
SBD 4.98