বৃষ্টি এসে জানালার শার্শিতে

in #poem2 years ago

221940706_10226643075720037_2213532099068083354_n.jpg
বৃষ্টি এসে জানালার শার্শিতে
নুপুর বাজায় !
বৃষ্টি এসে চোখের পাপড়িতে নাচে
বৃষ্টি নামায়!
ভিঁজে ঘাস, ভিঁজে মাটি,
ভেঁজা কবুতর গুঁটি শুটি
নাচের মুদ্রায় দোলে গাছ
গাছের পাতায় বৃষ্টির নাচ,
উৎসব! উৎসব!
বৃষ্টি নেমেছে! বৃষ্টি!
বৃষ্টি ভেঁজাবে সব!
কবির ক্লান্ত হাতেও তখন কলম উঠে যায়
দক্ষ শিকারীর হাতে যেমন ওঠে তীর বল্লম,
বৃষ্টিতো জানেনা আজ আমার কবিতার সাথে অভিমান
আজ আমি কবিতা লিখতে চাই নি, তবুও লিখলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66