প্রকৃতি

in #poem6 years ago

images.jpg

স্রষ্টার সৃষ্টি এ বিশাল বিশ্ব
যা আছে জীব জানোয়ার প্রাকৃতির দৃশ্য।
দিয়েছেন তিনি প্রয়োজনে সবও সবার,
একে ছারা অন্যের পৃথিবীতে চলেনা আর।
সৃষ্টি হলো স্রষ্টার মিছে হল আমার,
ফেলে যেতে হবে একদিন, আছে যা তোমার আমার।

মানুষের সাধ্য আছে কি, ফিরাইতে পারে
যে দিয়েছেন সে নিবে, দরে রাখে তারে।
পারিবেনা কেহ এ কাজটি করতে আজ,
সৃষ্টি আর স্রষ্টার তরে উপাসনা করা
তাইতো সকলের কাজ।
সুন্দর থেকে সুন্দরতর করনা যতই কারুকাজ
প্রকৃতির সাথে মিলবেনা কখনও
দেওনা যতই সাজ।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62020.79
ETH 2420.03
USDT 1.00
SBD 2.64