কবিতা “বিষণ্ণ প্রেম ২: অসহায় হৃদয়”

in #poem8 months ago

প্রেমের নৌকায় ভাসিয়ে ছিলাম প্রাণ,
অসহায় হৃদয় ডুবে গেছে মেঘের গানে।
মনের মাঝে শুধুই শূন্যতার বাসা,
প্রেমের দিনগুলি ছিল কেবলই আশা।

চোখের তারায় ছিল ভালবাসার আলো,
আজ সেই চোখে বেদনায় ভরা কালো।
প্রেমের সুর ভেঙে গেছে নিরবে,
মনের মাঝে বাজে ব্যথার সুরে।

অসহায় হৃদয় খুঁজে ফেরে স্বপ্ন,
যা হারিয়ে গেছে সময়ের পলকে।
প্রেমের মধুর দিনগুলি কেবলই ছায়া।

মনের আকাশে নেমে আসে ঝড়,
প্রেমের পথ বেয়ে হারিয়ে গেছে।
অসহায় হৃদয়ে শুধুই বেদনার ভার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67