ছোটদের ছড়া “সোনামণি ফুলের কলি”...........মাকসুদ

in #poem7 months ago (edited)

pp.jpg

সোনামণি ফুলের কলি
মায়ায় ভরা চোখ
মায়ের কোলে বাবার কাঁধে
বেড়ে ওঠা হোক।

দাদীর চোখে সোনার খণি
দাদার চোখে হীরে
কথা বলা শিখার পরে
হবি তুই কিরে?

হবো আমি অনেক বড়
শক্তি আমার থাকবে কত
বনের রাজার সিংহের মত
বুক ফুলিয়ে চলবো কত!

নানার সাথে যাবো হাটে
টগ বগীয়ে ঘোড়ায় চড়ে
আঁকা-বাঁকা পথটি ধরে
নানুর কোলে ঘুমিয়ে পড়ে।

মা বলবে ছোট তুমি
যেতে দিতে পারিনা আমি
একটু বড় যখন হবে
বাবার সঙ্গে তখন যাবে।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69