নির্জন বিকেলে বৃষ্টি

in #poem7 months ago

নির্জন বিকেলে বৃষ্টি পড়ে
শান্ত নদীর তীরে,
পাখিরা গান গায় মিষ্টি সুরে,
মনে হয় স্বপ্নের ভীরে।

নরম মাটির গন্ধে মুগ্ধ হয়ে
পায়ে হেঁটে চলি,
জীবনের যত ক্লান্তি ভুলে
প্রকৃতির কোলে আশ্রয় মলি।

গাছের পাতায় বৃষ্টির ঝরে
মনে হয় এক অদ্ভুত সুর,
এমন দিনে হৃদয় বলে
সবকিছু যেন হল সম্পূর্ণ।

পৃথিবীর এই স্নিগ্ধ রূপে
হারিয়ে যেতে ইচ্ছে করে,
নির্জন বিকেলের বৃষ্টি
মনে জাগায় প্রেমের স্বপ্ন।

Default_A_serene_and_tranquil_scene_depicting_a_solitary_figur_0.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67