কবিতা - EPisode_04 | সময়ের বন্ধু হতে চাই !

in #poem7 years ago (edited)

episode 04.jpg .jpg

সময় কাটছে ঠিক সময়ের মত,
আমার মত সময় যে আর কাটছেনা,
ভাল লাগার একটা বিকেল কত খুঁজেছি,
নব্যের এই বসে থাকা বন্দি ঘরে।

সন্ধার জোনাকি কতদিন দেখিনা,
দেখিনা মধ্যরাতের সোনালী চাঁদটাকেও।
ভাল লাগার শান্ত সকাল,
সেটাও দেখিনা।
সময়ের এই যন্ত্রনা ভ্রমন,
আমার সাথেই কেন?
আমি মুক্তি চাই,
আমি হিয়ার নিকেতনে ,
সবুজ এই পৃথিবীর অমলিন ভালবাসা চাই...।
সব শেষে আমি সময়ের বন্ধু হতে চাই.........!!!!!

#লেখক - কাওকাব

অনুমতি ছাড়া অন্যের লেখা পোস্ট করবেন না ! ভাল লাগলে ভোট দিয়ে উৎসাহিত করবেন।
ধন্যবাদ সবাইকে !

আমার আগের এপিসোড গুলো পড়ে আসতে পারেন
০১। আমি অভিনয় করিনি - Episode_03
০২। অমানুষের কারাগারে বন্ধী - Episode_02

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.040
BTC 92903.81
ETH 3331.70
USDT 1.00
SBD 3.29