My poem #4

in #poem7 years ago

তোমায় খুঁজতে গিয়ে
কত কতবার হারিয়েছি ওই
গহীন সমুদ্রে...
সমুদ্রে অতল গভীরতা আমি
ছুঁয়ে দেখেছি,খুব কাছ থেকে দেখেছি কতটা কষ্ট বুকে নিয়ে চলে ওই শান্ত সমুদ্রটা...
প্রশ্ন করেছি
আচ্ছা ভালোবাসা কি শুধুই কষ্ট?
সমুদ্র আমায় বলে,
দুর্ পাগলী ভালোবাসা তো এমনই...

তোমায় খুঁজতে গিয়ে
মেঘের কোলে হারিয়েছি কত কতবার..
দেখেছি আকাশের বুকে কতটা কষ্ট নিয়ে ঘুরে বেড়ায়
শান্ত মেঘ,কতটা অশ্রু জমে বৃষ্টি হয়ে ঝরে পড়ে দেখেছি.
প্রশ্ন করেছি
আচ্ছা ভালোবাসা কি শুধুই কষ্ট?
মেঘ আমায় বলে,
দুর্ পাগলী ভালোবাসা তো এমনই...

তোমায় খুঁজতে গিয়ে
গাঢ় কালো অন্ধকারে ঢেকেছি কত কতবার
অন্ধকারে আমার ভীষণ ভয় জানোত!
সেই আঁধার আমাকে শিখিয়েছে
ভালোবাসা তো এমনই...

তোমায় খুঁজতে গিয়ে তাই কত কতবার
ভালোবেসেছি ওই শান্ত সমুদ্রটাকে,ওই ভবঘুরে মেঘ আর ভীষণ ভয় পাওয়া ওই গাঢ় কাল অন্ধকার টাকে.
ওরাই আমাকে শিখিয়েছে ভালোবাসা,ওদের কাছেই বার বার খুঁজে পেয়েছি তোমাকে.....

(ভোরের শিশির)

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 82620.39
ETH 2071.65
USDT 1.00
SBD 0.78